পূরাতন রেট সিডিউল বাতিল পূর্বক ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিনি টিকাদারবৃন্দের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৫ জুলাই )  সকাল  এগারোটায় শহরের ওয়েজখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মিনি টিকাদার সমিতির সহ সভাপতি মাসুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক রুহল আমিন, সদস্য রাসেদুল ইসলাম প্রমুখ। 
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২০১৭ সালে সিডিউলের রেটে আমরা কাজ করছি। এতে করে আমরা মিনি টিকাদারবৃন্দ টিকাদারী পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। 
গত ২০১৭ সালে যেখানে লেভার,লাইনম্যান, ফরম্যান,সুপারভাইজারদেরকে বেতন দ্বিগুণ দিতে হচ্ছে। আগে যেখানে বেতন-ভাতা দেওয়া হতো ৮ হাজার টাকা। বর্তমানে তাদেরকে দিতে হচ্ছে ১৭ হাজার টাকা। এইভাবে প্রতিটি সরঞ্জামাবাদির দাম বৃদ্ধি পেয়েছে।ভ্যাট, ইনকাম ট্যাক্স ছিল  সাড়ে ৭%, এখন তা বৃদ্ধি পেয়ে সাড়ে ১৮% হয়েছে। সব মিলিয়ে আমাদের পিট এখন দেয়ালে আটকে গেছে। আমরা চাই, অতি দ্রুত ৮০% রেট সিডিউল বৃদ্ধি সহ আমাদের দাবিসমূহ আরইবি কর্তৃপক্ষ মেনে নিবেন। না হয় আমরা আমাদের মিনি টিকাদার সমিতির নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ এর কাজ বন্ধ করে দেব। আর আমরা যদি এই কাজ বন্ধ করি,তাহলে গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি হবে।
সুতরাং আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আরইবি কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
এসময় মানববন্ধন কর্মসূচিতে মিনি টিকাদার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।